কোহলি-কার্তিক ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরুর প্রথম জয়
ঘরের মাঠে খেলা দলগুলোর জয়রথ ছুটে চলেছে আইপিএলে। উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের কাছে হারার পর এবার ঘরের মাঠে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে উত্তেজনায় ভরা ম্যাচে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে ফাফ ডু প্লেসির দল। বেঙ্গালুরুর জয়ে দারুণ অবদান রেখেছেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক।
নিজেদের প্রথম ম্যাচে জেতার পর পাঞ্জাব এবারের আইপিএলে প্রথম হারের স্বাদ পেল। অপরদিকে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল তারকায় ঠাসা বেঙ্গালুরু। শিখর ধাওয়ানের দলের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য চার বল ও চার উইকেট হাতে রেখে টপকে যায় বেঙ্গালুরু। দুর্দান্ত ইনিংস খেলে কোহলি জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজ সারেন ফিনিশিং স্পেশালিস্ট দিনেশ কার্তিক।
লক্ষ্য তাড়ায় শুরুতেই অধিনায়ক ডু প্লেসিকে হারায় বেঙ্গালুরু। এদিন তিনে নামা ক্যামেরন গ্রিনও সুবিধা করতে পারেননি। এরপর আরেক তারকা গ্লেন ম্যাক্সওয়েলও অল্প সময়ের মধ্যেই ফিরে যান। একপাশ আগলে রেখে দারুণ খেলতে থাকেন কোহলি। অবশ্য দুবার জীবন পেয়েছেন তিনি, সেটি কাজে লাগিয়েছেন ভালোভাবেই। কোহলি যখন ৪৯ বলে ১১ চার ও দুই ছয়ে ৭৭ রান করে সাজঘরে ফেরেন তখনও জয় থেকে বেশ দূরেই ছিল বেঙ্গালুরু।
সেটি নাগালে নিয়ে আসেন ইম্প্যাক্ট সাব হিসেবে নামা মহিপাল লোমরর ও অভিজ্ঞ দিনেশ কার্তিক। শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ দুজনে মেলান চার বল হাতে রেখেই। কার্তিক ১০ বলে তিন চার ও দুই ছয়ে ২৮ এবং লোমরর আট বলে দুই চার ও এক ছয়ে ১৭ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। এছাড়া জিতেশ শর্মা ২৭, প্রাভসিমরান সিং ২৫, স্যাম কারেন ২৩ ও শেষদিকে শশাঙ্ক সিং ঝড়ো আট বলে ২১ রান করেন।