জেল খাটা অচেনা ব্যক্তি এখন যেভাবে আফ্রিকার সবচেয়ে কমবয়সী প্রেসিডেন্ট
বাসিরু দিওমায়ে ফায়ের উত্থান সেনেগালের অশান্ত রাজনীতির জন্য একটি চমকপ্রদ আখ্যান যা অনেককেই বিস্মিত করেছে।
ফায়ে এবং তার সুহৃদ উসমানে সোনকো কয়েক মাস আগেও জেলে ছিলেন। কিন্তু সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তারা অপ্রত্যাশিতভাবে মুক্তি পান।
'মিস্টার ক্লিন' ডাকনামে পরিচিত ফায়েকে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কারের দিকে মনোনিবেশ করতে হবে। পদ্ধতিগত এবং বিনয়ী হিসাবে বর্ণিত 'ট্যাক্স কালেক্টর' বাসিরু দিওমায়ে ফায়ে সোমবার (২৫ মার্চ) তার ৪৪তম জন্মদিন পালন করেছেন।
ফায়ে তার জীবনের একটি বড় সময় কাটিয়েছেন এনডিয়াগানিয়াওত গ্রামে যেখানে তিনি এখনও প্রতি রবিবার জমিতে কাজ করেন। তিনি যেমন গ্রামীণ জীবনকে গভীরভাবে মূল্যায়ন করেন তেমনি সেনেগালের অভিজাত ও প্রতিষ্ঠানের রাজনীতির প্রতি দৃঢ় অবিশ্বাস রাখেন।
বিবিসিকে বিশ্লেষক আলিউন টিন বলেছেন, "তিনি কখনই মন্ত্রী ছিলেন না এবং একজন রাষ্ট্রনায়কও ছিলেন না। তাই সমালোচকরা তার অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু ফায়ের মতে, ১৯৬০ থেকে সেনেগালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কিছু বড় ভুল করেছে যা গুরুতর সমস্যার সৃষ্টি করেছে।"
ফায়ের প্রধান লক্ষ্য দারিদ্র্য, অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। কোষাগারে কর্মরত অবস্থায় তিনি এবং সোনকো দুর্নীতি মোকাবেলায় একটি ইউনিয়ন টাস্কফোর্স গঠন করেছিলেন। তিনি বিশ্বাস করেন, গ্যাস, তেল, মাছ ধরা এবং প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তিগুলো অবশ্যই সেনেগালের জনগণের কল্যাণে করা উচিত। ফায়ের লক্ষ্য 'সার্বভৌমত্ব' এবং 'পরিবর্তন'-এর একটি নতুন যুগ তৈরি করা, বিশেষ করে ফ্রান্সের সাথে সেনেগালের সম্পর্কের ক্ষেত্রে।
সেনেগালের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট (নির্বাচিত হলেও এখনো দায়িত্ব গ্রহণ করেননি) সমালোচিত সিএফএ ফ্রাঙ্ক মুদ্রা যেটি ইউরোর সাথে যুক্ত ও ফ্রান্স দ্বারা সমর্থিত সেটি বাতিল করার পরিকল্পনা করেছেন। ফায়ের লক্ষ্য হলো, একটি নতুন সেনেগালিজ বা আঞ্চলিক পশ্চিম আফ্রিকান মুদ্রা প্রবর্তন করা। কিন্তু এই পরিবর্তন সহজ হবে না।
বিদায়ী রাষ্ট্রপতি ম্যাকি সাল-এর অধীনে কাজ করা সাবেক প্রধানমন্ত্রী আমিনাটা তোরে বিবিসিকে বলেছেন, "শুরুতে তাকে বাজেটের বাস্তবতার সাথে মোকাবিলা করতে হবে... কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।"
তোরে আরো বলেন, বিচার বিভাগীয় স্বাধীনতাকে শক্তিশালী করা এবং সেনেগালের বৃহৎ তরুণ জনসংখ্যার জন্য চাকরি নিশ্চিত করাও ফায়ের প্রধান অগ্রাধিকার। বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সাল এই দুটোর কোনোটির প্রতি খুব বেশি মনোযোগ দেননি এবং এটি শেষ পর্যন্ত তার জন্য সমস্যার সৃষ্টি করেছিল।
আশ্চর্যজনকভাবে তোরের পাশাপাশি সেনেগালের অন্যান্য বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন সাবেক প্রেসিডেন্ট আবদৌলায়ে ওয়েড ফায়েকে নির্বাচনের দুদিন আগেই সমর্থন দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ১১ মাস জেলে কাটানো এবং তার আগের দীর্ঘ সময় সুহৃদ উসমানে সোনকোর ছায়া হয়ে কাটিয়ে দেওয়া ফায়ের প্রেসিডেন্ট হওয়া সত্যি বিস্ময়কর।
'আমিই বাসিরু'
ফেব্রুয়ারিতে বিরোধী দলীয় নেতা উসমানে সোনকোর পরিবর্তে বাসিরু দিওমায়ে ফায়েকে 'প্ল্যান বি' প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। সোনকো সততার সাথে ফায়ের প্রশংসা করে বলেছিলেন, তার থেকেও ফায়ের মধ্যে বেশি কিছু আছে। উভয়ই ব্যক্তিই পাস্তেফ পার্টি দিয়ে নিজেদের রাজনীতি শুরু করেছিলেন, কর সংগ্রহকারী হিসেবে কাজ করেছেন এবং গত বছর এক সাথে জেলে গেছেন (তাদের দাবি অনুযায়ী, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত)।
পৃথক দুটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া সোনকো নির্বাচনে অংশ নিতে না পারায় ফায়ে তার জায়গায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সমর্থকদের সম্প্রতি সেনকো বলেছিলেন, "আমিই বাসিরু।"
সোনকোর কথার প্রতি সমর্থন জানিয়ে পাস্তেফ পার্টির সদস্য মোস্তফা সরে বলেছিলেন, "তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।"
কেউ কেউ ফায়ের সমালোচনা করে বলেছেন, বিকল্পের অভাবে তিনি এখন রাষ্ট্রপতি।
ফায়ের নায়কদের একজন হলেন প্রয়াত সেনেগালিজ ইতিহাসবিদ চেখ আন্তা ডিওপ যার কাজকে আফ্রোকেন্দ্রিকতার অগ্রদূত হিসেবে ধরা হয়। কিন্তু বামপন্থিদের কাছে তিনি প্যান-আফ্রিকানবাদে অবদান রাখার জন্য পরিচিত।
প্রারম্ভিক নির্বাচনের ফলাফল দেখে যখন বোঝা যাচ্ছিল ফায়েই নির্বাচিত হবেন, তখন রাজধানী ডাকারের লোকেরা গাড়ির হর্ন এবং সঙ্গীত বাজিয়ে উদযাপন করেছে।
সেনেগালের ডলার বন্ড পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার জন্য ফায়ের বিজয়ে আন্তর্জাতিক বাজারগুলো কম ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিনিয়োগকারীরা উদ্বিগ্ন কারণ তাদের ধারণা ফায়ের কারণে সেনেগালে ব্যবসা-বান্ধব নীতি কমে যেতে পারে।
নির্বাচনটি গত মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাল নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার ঠিক আগে তা স্থগিত করেন। এর ফলে মারাত্মক বিক্ষোভ ও গণতান্ত্রিক সংকট দেখা দেয়। নতুন ঘোষিত নির্বাচনের তারিখ অনুযায়ী প্রার্থীরা প্রস্তুত হওয়ার জন্য কম সময় পেয়েছেন। কিন্তু ফায়ে জেল থেকে মুক্তি পাওয়ার পর মাত্র এক সপ্তাহের বেশি সময় পেয়েছেন।
ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্রিস্টোফার ফোমুনিওহ বিবিসিকে বলেছেন, প্রচারণার সময় সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও সেনেগালের নাগরিকরা অনড় ছিল এবং তারা ভোটে অংশ নিতে চেয়েছে।
তিনি আরো বলেন, "সেনেগাল নিশ্চিত করতে চাচ্ছে, গণতন্ত্র নিজেকে সংশোধন করতে পারে এবং আরো শক্তিশালী ও আরো প্রাণবন্ত হতে পারে।"
কিন্তু সেনেগালের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ের আসল পরীক্ষা এখন শুরু হয়েছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়