সোনালী ব্যাংক থানচি শাখায় ফের সশস্ত্র ডাকাতদের হামলা, গোলাগুলি চলছে
সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাতে অপহৃত ব্যাংকের রুমা শাখার ম্যানেজারকে মুক্ত করার পরপরই সোনালী ব্যাংকের আরেকটি শাখায় সশস্ত্র ডাকাতদল হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শতাধিক সশস্ত্র ডাকাত সোনালী ব্যাংকের থানচি উপজেলা শাখায় হামলা চালায়।তবে তাদের হামলা প্রতিরোধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাত ৮টার দিকে শতাধিক সশস্ত্র ডাকাত আবারও সোনালী ব্যাংকে লুটের চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে। এখনও দুই পক্ষ থেমে থেমে গোলাগুলি করছে।'
এর আগে বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার কৃষি ব্যাংকের একটি শাখাসহ সোনালী ব্যাংকের একই শাখায় ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল লুটপাট ও ডাকাতি করে। এসময় ডাকাতেরা দুটি ব্যাংক থেকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এর আগে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে রুমা থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে মুক্তি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।