সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা
প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম সাহেদ করিমসহ তিনজনকে আসামি করে সাতক্ষীরার দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন, শাহেদকে নৌকাপারাপারে জন্য অভিযুক্ত মাঝি বাচ্ছু (ঠিকানা অজ্ঞাত) ও আরেক অজ্ঞাত সহযোগী।
র্যাব-৬ খুলনার আওতাধীন সাতক্ষীরা র্যাব ক্যাম্পের এএসপি বজলুর রশীদ বলেন, "রিজেন্ট হাসপাতালের পরিচালক প্রতারক সাহেদকে দেবহাটা থানার শাখরা কোমরপুর এলাকা থেকে বুধবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সাহেদ একটি নৌকায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ ঘটনায় দেবহাটা থানায় সাহেদসহ নৌকার মাঝি ও অজ্ঞাতনামা একজনকে আসামী করে দেবহাটা থানায় মামলা দেওয়া হয়েছে।"
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(এ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ৫। মামলায় সাহেদ গ্রেপ্তার হয়েছে। বাকিরা অজ্ঞাত।