ঈদের দিন শরীয়তপুরে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/04/11/gh.jpg)
ঈদের দিন শরীয়তপুরের জাজিরায় আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট বাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাঝিরঘাট বাজারের ইউনুস খাঁনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাতবরের মুদি দোকান ও রাসেল মাতবরের মোবাইল রিচার্জের দোকানসহ ৩০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদার ইউনূস খাঁন বলেন, ঈদের জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম। মালামাল সব দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেছার উদ্দিন মাদবর বলেন, সকালে ঈদের জামাত হওয়ার কথা। আমরা কেবলই নামাজে দাঁড়িয়েছি। এর মধ্যেই শুনতে পেলাম আগুন লেগেছে। নামাজ রেখেই আমরা দ্রুত আগুন নেভাতে যাই। যেতে যেতেই ৩০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় সাড়ে ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।