চীন থেকে সরে আসছে অ্যাপল, ভারতে আইফোন উৎপাদন দ্বিগুণ করেছে
গত অর্থবছরে ভারতে ১ বিলিয়ন ডলার মূল্যের আইফোন উৎপাদন করেছে অ্যাপল। চীনের বাইরে ডিভাইস উৎপাদন বাড়ানোর চেষ্টায় ভারতে উৎপাদন দ্বিগুণ করেছে কোম্পানিটি। বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও আমেরিকার সম্পর্কে তিক্ততা বাড়ায় ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলোতে উৎপাদন সম্প্রসারণ করে নিজেদের সরবরাহ চেইনে বৈচিত্র্য আনার চেষ্টা করছে অ্যাপল।
আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ঐতিহাসিকভাবে উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভরশীল। সেই হিসেবে অ্যাপলের জন্য এটি বড় পরিবর্তন।
অ্যাপল এখন তাদের প্রতি ৭টির মধ্যে একটি, অর্থাৎ ১৪ শতাংশ আইফোন ভারতে উৎপাদন করছে—যা গত বছরে দেশটিতে উৎপাদিত আইফোনের দ্বিগুণ।
এসব আইফোনের ১৭ শতাংশ সংযোজন করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান পেগাট্রন, আর ৬৭ শতাংশ সংযোজন করেছে ফক্সকন। বাকি আইফোনগুলো সংযোজন করেছে উইস্ট্রন।
২০২৩ সালের জুনে অ্যাপলের সিইও টিম কুক ও অন্যান্য প্রযুক্তি নির্বাহীরা হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সাক্ষাতের পর কুক সংবাদমাধ্যম সিএনবিসি বলেছিলেন,ভারত 'বিশাল সুযোগের' দেশ।
গত বছরই ভারতে প্রথম রিটেইল স্টোর খুলেছে অ্যাপল।
অ্যাপলের জন্য এখনও গুরুত্বপূর্ণ বাজার চীন। তবে চলতি বছরের শুরুর দিকে সেই বাজারে বিক্রি কমে গেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর মার্চের এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের প্রথম ছয় সপ্তাহে চীনে আইফোন বিক্রি ২৪ শতাংশ কমে গেছে। সংস্থাটি জানিয়েছে, চীনের বাজারে হুয়াওয়ের মতো অন্যান্য স্মার্টফোন বিক্রেতাদের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে অ্যাপল।
এ বিষয়ে অ্যাপল অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি।