অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানি না করার সিদ্ধান্ত ভারতের
চলতি ২০২৩-২৪ মৌসুমে চিনি রপ্তানি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। আগামী অক্টোবর মাসে মৌসুম শেষ পর্যন্ত যা কার্যকর থাকবে।
গতকাল (সোমবার) ভারত সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানেও চিনি রপ্তানির উপর অনির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দেশটি।
অন্যদিকে ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (আইএসএমএ) ২০২৩-২০২৪ মৌসুমে ১০ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দিতে ভারত সরকারকে অনুরোধ করেছে। এক্ষেত্রে মৌসুম শেষে স্টকে পণ্যটির ভালো অবস্থা থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।
এক্ষেত্রে দেশটির খাদ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা পিটিআই-কে বলেন, "শিল্প সংশ্লিষ্টরা চাইলেও এখন পর্যন্ত সরকার চিনি রপ্তানির বিষয়টি বিবেচনা করছে না।"
অন্যদিকে ভারতে চিনির উৎপাদন ২০২৩-২৪ মৌসুমে মার্চ পর্যন্ত ৩০ মিলিয়ন টনে পৌঁছেছে। আইএসএমএ-এর ধারণা মতে, চলতি মৌসুমে চিনির উৎপাদন হবে ৩২ মিলিয়ন টন।
বৃষ্টির অভাবে আখের ফলন কম হওয়ার কথা বলে গত বছরের অক্টোবর থেকে চিনি রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছিল ভারত। দীর্ঘ সাত বছর পর এটিই ছিল চিনির ওপর দেশটির প্রথমবারের মতো নিষেধাজ্ঞা।