জীবন বাঁচাতে বিজিবি ক্যাম্পে মায়া হরিণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জীবন বাঁচাতে ৪৬ বিজিবি সদর দপ্তরের আশ্রয় নেয় একটি মায়া হরিণ। তারের বেষ্টনী পেরিয়ে হরিণটি ক্যাম্পে ঢুকে পড়ে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যালয়ে সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্যাম্প সূত্রে জানা যায়, বিজিবির সদস্যরা আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, 'আমরা আহত হরিণটিকে সুস্থ করতে সবরকম উদ্যোগ নিয়েছি। এটি পুরুষ মায়া হরিণ। পুরোপুরি সুস্থ হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'হরিণটি আহত। দেখে মনে হচ্ছে, মানুষের তাড়া খেয়ে জীবন বাঁচাতে বিজিবি ক্যাম্পে ঢুকে পড়েছিল।'
বন বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ) মোনায়েম হোসেন বলেন, 'হরিণটির চিকিৎসা চলছে। সুস্থ হলে আমরা ওকে বনে অবমুক্ত করে দেব।'
প্রসঙ্গত, শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্পের পাশে, কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া বনে মায়া হরিণের বসবাস। এখানে অনেক সময় চোরাশিকারিদের হাতে ধরা পরে হরিণ।