মিলান ডার্বি জিতে সিরি আ শিরোপা ঘরে তুলল ইন্টার
সান সিরোতে ঐতিহাসিক মিলান ডার্বি, জিতলেই লিগ শিরোপা জয়ের হাতছানি। সেই সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগাল ইন্টার মিলান।
চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে সান সিরোতে হারিয়ে নিজেদের ২০তম লিগ শিরোপা জিতেছে ইন্টার। সান সিরো দুই দলেরই ঘরের মাঠ হলেও এই ম্যাচ ইন্টার খেলেছে অ্যাওয়ে দল হিসেবে। কিন্তু তাতেও শিরোপা জিতে নিতে সমস্যা হয়নি তাদের৷
সান সিরোতে এসি মিলানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার। আর তাতে দ্বিতীয় স্থানে থাকা মিলানের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে গেছে তারা। সিরি আতে বাকি আর পাঁচ ম্যাচ৷ যার কারণে এসি মিলানের পক্ষে ইন্টারকে ছোঁয়া আর সম্ভব নয়৷
২০২০-২১ মৌসুমের পর আবারও স্কুডেট্টো জিতল ইন্টার৷ মিলা ডার্বির ১৮ মিনিটে ডিফেন্ডার ফ্রান্সেস্কো এচার্বির গোলে এগিয়ে যায় ইন্টার৷ ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ৮০ মিনিটে মিলানের টোমোরি এক গোল শোধ দিলেও তা ইন্টারের শিরোপা উদযাপন আটকাতে পারেনি।
জুভেন্টাসের পর এখন ইন্টারই ইতালির দ্বিতীয় সর্বোচ্চ লিগ জেতা দল। ১৯টি করে শিরোপা নিয়ে সহবস্থানে ছিল মিলানের দুই ক্লাব। ২০তম শিরোপা জিতে এগিয়ে গেল ইন্টার৷