ভরিতে সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমাল বাজুস
প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্থানীয় বুলিয়ন বাজারে দাম কমার পর বুধবার (২৪ এপ্রিল) ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা নির্ধারণ করে এটি।
এ নিয়ে সোনা ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটি এপ্রিল মাসে সপ্তমবারের মতো সোনার দাম পরিবর্তন করল।
বাজুস জানায়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দাম কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম নয় হাজার ৭৯০ টাকা দরে প্রতি ভরির দাম হবে এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ধার্য করা হয়েছে প্রতি ভরি এক লাখ নয় হাজার টাকা, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৯৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ২০৯ টাকা।
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেট এক হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।