সংবাদ সম্মেলনে টাকা উপহারের চেষ্টা ন্যাশনাল ব্যাংকের; প্রত্যাখান করলেন সাংবাদিকেরা
রোববার (৫ মে) বাংলাদেশ ব্যাংক দ্বিতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পর গতকাল সোমবার (৬ মে) সংবাদ সম্মেলন করেন ব্যাংকটির নতুন পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান।
সেখানে তিনি ব্যাংকের চলমান সংকট নিরসনে চার হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করার পরিকল্পনার কথা তুলে ধরেন।
দুপুর সাড়ে ৩টায় ডাকা ওই প্রেস ব্রিফিং শেষ হওয়ার পর ব্যাংকটির কর্মকর্তারা উপস্থিত সাংবাদিকদের হাতে একটি করে ব্যাগ তুলে দেন।
এ সময় সাংবাদিকেরা ব্যাগ খুলে দেখেন ভেতরে নাস্তা, ন্যাশনাল ব্যাংকের একটি ডায়েরির পাশাপাশি রয়েছে টাকাভর্তি একটি খাম।
খাম ছিঁড়ে দেখা যায়, সেখানে পাঁচ হাজার টাকা রয়েছে। তবে সাংবাদিকেরা সে টাকা ও ব্যাগ গ্রহণ করেননি।
বরং তারা ব্যাংকটির কর্মকর্তাদের বলেন, তারা সেখানে তাদের দায়িত্ব পালন করতে গিয়েছেন। তাদেরকে এভাবে টাকা দেওয়া ব্যাংকের কার্যকলাপের পরিপন্থী।
সোমবারের সংবাদ সম্মেলনের খবর সংগ্রহ করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ১৫০ জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সব সাংবাদিকের জন্য একটি করে 'উপহার-ব্যাগের' আয়োজন করেছিল ন্যাশনাল ব্যাংক।
ক্ষতির মুখে থাকা ব্যাংকটি সে হিসেবে সাংবাদিকদের প্রায় সাড়ে সাত লাখ টাকা 'উপহার' হিসেবে দিতে চেয়েছিল যা ব্যাংক ও সাংবাদিকতা উভয় খাতের নৈতিকতাবিরোধী।
২০২৩ সালে ন্যাশনাল ব্যাংক এক হাজার ৪৯৭ কোটি টাকা লোকসানের কথা জানায়। তার আগের বছর এর লোকসান ছিল তিন হাজার ২৮৫ কোটি টাকা।
দুর্বল ব্যাংক হওয়ায় প্রাথমিকভাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার প্রস্তাব করা হয়েছিল। এরপর ন্যাশনাল ব্যাংক বোর্ড ২৮ এপ্রিল একীভূত না হতে চাওয়ার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের দীর্ঘদিনের উদ্যোক্তা শেয়ারহোল্ডার খলিলুর রহমানের নেতৃত্বে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে।
কেন্দ্রীয় ব্যাংকসূত্রে জানা গেছে, নতুন পর্ষদের বেশিরভাগ প্রতিনিধি পরিচালক ও স্বতন্ত্র পরিচালক চট্টগ্রামভিত্তিক একটি গ্রুপের।