শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সময়ই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যাটিংটা মনপুত না হলেও বোলারদের সাফল্যে প্রথম তিন ম্যাচ দিয়েই সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচেও অভিন্ন লক্ষ্য স্বাগতিকদের।
এই দুই ম্যাচের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটসম্যান সৌম্য সরকার।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে প্রথম তিন টি-টোয়েন্টি খেলতে চাননি সাকিব। ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজ ২ মে দেশে ফিরলেও তাকে বিশ্রাম দেওয়া হয়। চোটের কারণে দলে ছিলেন না সৌম্য।
প্রথম দুই ম্যাচে অনুজ্জ্বল থাকা শরিফুল ইসলামকে নেওয়া হয়নি দলে, বাঁহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। এ দুজনের কেউ-ই জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ খেলেননি। শেষ দুটি ম্যাচ আগামী ১০ ও ১২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।