আরব বিশ্বে নতুন মাত্রা যোগ করছে সৌদি চলচ্চিত্র শিল্প
সৌদি আরবের চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হওয়ায় সৌদি সিনেমা প্রেক্ষাগৃহে ভালো করছে বলে মনে করেন সৌদি চলচ্চিত্র সমালোচক আহমেদ আল আয়াদ।
তিনি বলেন, "সিনেমা হলগুলোতে সৌদি সিনেমার ভালো জনপ্রিয়তা আছে।" তিনি জানিয়েছেন, সম্প্রতি একটি সৌদি সিনেমার এক মাসে রেকর্ড ৪ লাখ টিকিট বিক্রি হয়েছে।
তিনি বলেছেন, একই সময়ে তিনটি সৌদি সিনেমা প্রদর্শিত হচ্ছে এবং সেগুলো বিদেশি প্রযোজনার সাথে ভালো প্রতিযোগিতা করছে। রোটানা খালিজিয়া টিভিকে তিনি বলেন, আরব বিশ্বের সিনেমা শিল্পের ওপর সৌদি বাজারের ভালো দখল রয়েছে।
উদাহরণ হিসেবে তিনি মিশরীয় সিনেমার কথা বলেছেন যেগুলো সৌদি দর্শকদের কথা মাথার রেখে বানানো হয়।
কমে এসেছে টিকিটের দাম
আল আয়াদ বলেছেন, সৌদি ফিল্ম কমিশন গত মাসে সিনেমার লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর সৌদি আরবে সিনেমার টিকিটের দাম কমে গেছে।
২০১৮ সালের এপ্রিল মাসে নাটকীয় পরিবর্তনের অংশ হিসেবে সৌদি আরবে প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো সিনেমা হল পুনরায় চালু করা হয়।
সৌদি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, গত ছয় বছরে সৌদি আরবে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬টি। সেগুলোতে সব মিলিয়ে মোট ৬১৮টি পর্দা আছে এবং ২২টি শহর জুড়ে মোট ৬৩ হাজার ৩শ টি আসন রয়েছে যা আরব অঞ্চলে সর্বোচ্চ।
৪৫টি সৌদি সিনেমা সহ প্রায় ১ হাজার ৯শ সিনেমা এসব সিনেমা হলে প্রদর্শিত হয়েছে যা থেকে বিস্ময়করভাবে ৩.৭ বিলিয়ন রিয়াল আয় হয়েছে। শুধু গত বছরই প্রায় ১৭ হাজার ৬শ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল।
ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা
সৌদি আরব ২০২১ সালের ডিসেম্বরে শুরু হওয়া 'রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এর মতো ইভেন্টের মাধ্যমে আরব অঞ্চল সহ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে। গত মাসে রিয়াদে 'গালফ সিনেমা ফেস্টিভ্যাল' এর আয়োজন করা হয়েছিল।
ফেব্রুয়ারিতে আরব বিশ্ব জুড়ে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিল সৌদি আরব। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখ বলেছিলেন, 'বিগ টাইম ফান্ড' এর লক্ষ্য হল বিশিষ্ট আরব অভিনেতাদের সাথে নিয়ে সিনেমা নির্মাণ ও বিতরণের পাশাপাশি নির্মাণকে সহায়তা প্রদান করে সিনেমাতে আরবের বিষয়বস্তুকে আরো সমৃদ্ধ করা।
সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি বিনোদন সংস্থার সাথে তহবিলের প্রধান পৃষ্ঠপোষক হবে জিইএ। কিন্তু মূলধনের সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে তহবিলটি সৌদি, উপসাগরীয় ও অন্যান্য আরব সিনেমাগুলোতে বিনিয়োগ করার দিকে মনোনিবেশ করবে। আরব বিশ্বের হলিউড হিসেবে পরিচিত মিশর সফরকালে আলশেখ এ কথা জানিয়েছেন।
দ্য ফিল্ম কমিশন গত মাসে পাঁচটি দেশে সফরের অংশ হিসেবে মরক্কোতে সৌদি সিনেমার প্রদর্শনী শুরু করেছে। 'সৌদি ফিল্ম নাইটস' নামের সফরটি অস্ট্রেলিয়া, চীন ও ভারত হয়ে আগামী জানুয়ারিতে মেক্সিকোতে শেষ হবে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়