মাথাপিছু আয় সামান্য বেড়ে ২,৭৮৪ ডলার
ডলারের দাম বাড়লেও চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় কিছুটা বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
২০২২-২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার, ২০২১-২২ সালে ছিল ২ হাজার ৭৯৩ ডলার।
গত এক বছরে মাথাপিছু আয় ৩৫ ডলার বেড়েছে।
ডলারের দাম ১০৮.৯৭ টাকা ধরে মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে।
এছাড়া টাকার হিসাবে প্রথমবারের মতো দেশের মাথাপিছু গড় বার্ষিক আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
গতকাল সোমবার (২০ মে) রাতে বিবিএস চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করেছে।
মাথাপিছু আয় একজন ব্যক্তির প্রকৃত আয় নয়। দেশের অভ্যন্তরের মোট আয় এবং রেমিট্যান্সসহ যত আয় হয়, তা ওই দেশের মোট জাতীয় আয়। ওই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসাব করা হয়।
গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত ১২ হাজার ডলারে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।