আইপিএলের ফাইনালে নেই ভারতের বিশ্বকাপ দলের একজনও
দুই মাসেরও বেশি সময় লড়াই শেষে পর্দা নামার অপেক্ষা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রান বন্যার এই আসরে এখন পর্যন্ত নিজেদের সেরা প্রমাণ করেছে দুই দল; কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শিরোপার লড়াই কিছুক্ষণ পর মাঠে নামছে দল দুটি।
শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে হায়দরাবাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচটি চেন্নাই এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
মজার ব্যাপার হচ্ছে, ফাইনালে খেলতে দেখা যাবে না ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটারকে। কলকাতা বা হায়দরাবাদের স্কোয়াডে ভারকের বিশ্বকাপ দলের কেউ নেই। কলকাতার রিঙ্কু সিং ভারতের বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। তাদের দলের বেহাল দশা ছিল। ১৪ ম্যাচে ৪টি জেতা মুম্বাই সবার আগে বিদায় নেয়। বিরাট কোহলি-মোহাম্মদ সিরাজদের দল এলিমিনেটর থেকে বাদ পড়ে।
কলকাতার সামনে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। এর আগে ২০১২ ও ২০১৪ সালের আসরে শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। হায়দরাবাদ ২০১৬ সালে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায়, ওই একবারই তারা চ্যাম্পিয়নের মুকুট জিতেছে। কলকাতা তিনটি ফাইনাল খেলে দুইবার শিরোপা জিতেছে। হায়দরাবাদ দুটি ফাইনাল খেলে একবার জিতেছে।
এবারের আসরে কলকাতার পথচলা ছিল দুর্বার। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নট আউট পর্বে যায় তারা। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়েই ফাইনালের টিকেট কাটে দুইবারের চ্যাম্পিয়নরা। দুই নম্বরে থেকে নক আউট যাওয়া হায়দরাবাদ এবারের আসরে দুইবারের সাক্ষাতেই কলকাতার বিপক্ষে হেরেছে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: সুনীল নারাইন, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও টি নটরাজন।