রাজধানী থেকে একটি চীনা বনরুই ও দুটি মুখপোড়া হনুমান উদ্ধার
রাজধানীর ওয়ারী থেকে একটি চীনা বনরুই ও দুটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল সোমবার (২৭ মে) বিকেলে ওয়ারীর ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওয়ারির ২৯-জুরপুর, ধোলাইখাল এলাকার সাত তলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ৫ম তলায় একটি বন্ধ রুমে আমরা প্রাণী তিনটি পাই। রুমটি জুয়েল নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছেন বলে জানা গেছে। তাকে আমরা খুঁজে পাইনি।'
তিনি বলেন, 'বাড়িওয়ালার স্ত্রী ফাহমিদা আক্তার আমাদের জানিয়েছেন ৫ম তলার এই কক্ষ জুয়েল এ মাসের ১ তারিখে ভাড়া নিয়েছেন। তিনি দুই-তিনদিন আগে বাড়ি গেছেন।'
অসীম মল্লিক আরও বলেন, 'প্রাথমিকভাবে জানতে পেরেছি যে জুয়েল এর আগেও বন্যপ্রাণী পাচারের সাথে যুক্ত ছিলেন। ফোনে জুয়েলের সাথে কথা হয়েছে। তিনি ওই রুমে ভাড়া থাকার কথা ও প্রাণী তিনটি রাখার কথা অস্বীকার করেছেন। আমরা সিআইডির সাহায্যে জুয়েল ও তার ব্যবহৃত ফোন এ বাসায় ছিল কি না সেটি ভেরিফাই করছি।'
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে মামলা করা হবে এবং প্রাণীগুলো সিলেটে উন্মুক্ত করার পরিকল্পনা আছে বলে জানান অসীম মল্লিক।