৬০ বছর আগে হারানো লেনন ও হ্যারিসনের গিটারের দাম উঠল ২.৯ মিলিয়ন ডলার
বিটলস তারকা জন লেনন ও জর্জ হ্যারিসনের বাজানো একটি ১২-স্ট্রিং এর গিটার নিলামে ২.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে৷ গিটারটি প্রায় ৬০ বছর নিখোঁজ ছিল বলে ধারণা করা হয়েছিল।
ফ্রামুস ব্র্যান্ড এর 'হটনানি' গিটারটি ১৯৬৫ সালে বিটলস ব্যান্ডের 'হেল্প!' এবং 'ইটস অনলি লাভ' এর মতো গানের রেকর্ডিং ও পারফর্ম্যান্স এর জন্য ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিলাম হাউজ জুলিয়েন'স অকশনস।
জুলিয়েন'স অকশনস জানিয়েছে, নতুন বিক্রি হওয়া গিটারটি এখন পর্যন্ত বিটলস ব্যান্ড এর কোন সদস্যের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গিটার।
পূর্ববর্তী রেকর্ডটি ছিল ১৯৬২ সালে বিক্রি হওয়া গিবসন জে-৬০ই নামের জন লেননের ব্যবহার করা একটি গিটারের যেটি ২.৪ মিলিয়ন ডলারে ২০১৫ সালে বিক্রি হয়েছিল।
লেনন গিটারটি একজন বন্ধুকে দিয়েছিলেন যিনি পরে অন্য কাউকে সেটি দিয়েছিলেন। জুলিয়েন'স অকশনস জানিয়েছে, ঐ ব্যক্তি গিটারটি একটি অ্যাটিকের [ইউরোপ বা আমেরিকার বাসাবাড়িতে ছাদের নিচের ছোট চিলেকোঠার ঘর সদৃশ যাতে ওঠার জন্য সাধারণত মই ব্যবহার করা হয়] মধ্যে রেখেছিল এবং কয়েক দশক এটির কথা ভুলে গিয়েছিল।
জার্মানিতে তৈরি হওয়া গিটারটির ওপরের অংশে একটি স্প্রুস গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। এর পিছনের ও দুপাশে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে। এতে ১৯-ফ্রেট এর একটি রোজউড ফ্রেটবোর্ড রয়েছে। বিটলস বিশেষজ্ঞ অ্যান্ডি বেবিউকের কাছ থেকে গিটারটি আসল বলে নিশ্চিত হয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি। গিটারটির অনবদ্য সুরের জন্যও এটিকে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জুলিয়েন'স অকশনস জানিয়েছে।
গিটারটি যখন পাওয়া যায় তখন এটি বাজানোর মতো ভালো অবস্থায় ছিল না। জুলিয়েন'স অকশনস এটিকে আবারো মেরামত করে।
তারা এলএ গিটার রিপেয়ার (গিটার মেরামতের প্রতিষ্ঠান) এর রায়ান শুয়ামানকে এটি মেরামত করতে দেয় যিনি গিটারের ওপরের অংশটি ঠিক করে এর ব্রিজটি মেরামত করেন। এখন গিটারটি আরো অনেকদিন ব্যবহার করা যাবে।
গিটারটি ২৯ থেকে ৩০ মে নিউ ইয়র্ক সিটির হার্ড রক ক্যাফেতে জুলিয়েন'স অকশনস এর "মিউজিক আইকনস" নামে আয়োজিত একটি ইভেন্টের নিলামে বিক্রি হয়েছিল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়