হারের জন্য বোলিংকে দায়ী করলেন বাবর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/07/img_20240607_115011.jpg)
যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার হজম করতে পারছেন না দলটির ভক্ত-সমর্থকরা। সে দলে আছেন সাবেক ক্রিকেটাররাও। বর্তমান দলের অধিনায়ক বাবর আজম তো পরোক্ষভাবে হারের দোষ চাপালেন বোলারদের ওপরই।
ম্যাচ জিততে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল এক বলে পাঁচ রান। হারিস রউফের ফুল টস বলে চার মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নিতিশ কুমার। বাবরকে দেখা যায় হারিসের দিকে রাগান্বিত হয়ে কিছু বলতে।
এরপর সুপার ওভারে মোহাম্মদ আমিরের ওভারে একটির বেশি বাউন্ডারি মারতে পারেননি অ্যারন জোন্স, হারমিত সিংরা। কিন্তু এলোমেলো বোলিংয়ে ১৮ রান খরচ করে পাকিস্তান। সেটি তাড়ায় ১৩ রানের বেশি নিতে পারেনি বাবর আজমের দল। সব মিলিয়ে হতাশ বাবর ম্যাচশেষে দুষলেন দলের বোলিংকেই।
'আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে।'
বাবর আরও বলেছেন, 'দ্বিতীয় ইনিংসেও আমরা সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।'