‘কঙ্গনাকে চর মারা সিআইএসএফ কর্মীকে চাকরি দেব’, বললেন সঙ্গীত প্রযোজক বিশাল দাদলানি
বলিউড তারকা এবং লোকসভা নির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপির এমপি কঙ্গনা রানাওয়াতকে বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় বিমানবন্দরে চড় মেরেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এর (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কউর। 'কৃষকদের অসম্মান' করার জন্য তিনি কঙ্গনাকে চড় মেরেছেন বলে অভিযোগ।
এদিকে জনপ্রিয় সঙ্গীত প্রযোজক ও গায়ক বিশাল দাদলানি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চর মারার ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, ঐ নারী সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হলে তিনি তার জন্য চাকরির ব্যবস্থা করতে চান।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঐ ঘটনার একটি ভিডিও রিপোর্ট শেয়ার করে বিশাল ক্যাপশনে লিখেছিলেন, "আমি কখনই সহিংসতা সমর্থন করি না, তবে আমি সিআইএসএফ কর্মীর রাগের কারণ পুরোপুরি বুঝতে পেরেছি। যদি সিআইএসএফ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমি নিশ্চিত করতে চাই, তার জন্য একটি চাকরি অপেক্ষা করছে— যদি সে সেটি গ্রহণ করে তাহলে।"
পরবর্তীতে কুলবিন্দর কউর এর বহিষ্কার হওয়ার খবর ছড়িয়ে পড়লে আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে বিশাল লিখেছেন, "কঙ্গনার পক্ষে যারা আছেন, যদি সে আপনাদের মাকে নিয়ে এমন বলতো তাহলে আপনারা কী করতেন?"
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, "যদি কউরক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কেউ তার সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন। আমি নিশ্চিত করব, সে লাভজনক চাকরি পেয়েছে।"
এদিকে চর খাওয়ার ঘটনায় সিনেমা জগতের তারকারা চুপ করে কেন আছেন, তা জানতে চেয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্টোরি শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত।
ভারতে ২০২০-২১ সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সে কারণেই তার ওপর ক্ষোভ ছিল পাঞ্জাবের বাসিন্দা কুলবিন্দরের। সেই ক্ষোভ থেকেই বলিউড তারকাকে তিনি চড় মেরেছেন বলে অভিযোগ।
কথিত চড় মারার ঘটনার পর একটি ভিডিওতে কুলবিন্দরকে বলতে শোনা যায়, তার মা-ও বিক্ষোভকারীদের একজন ছিলেন।