নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দেখা গেল ‘রহস্যময়’ প্রাণী; ভিডিও ভাইরাল
ভারতের রাষ্ট্রপতি ভবনে গতকাল রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রায় আট হাজার গণ্যমান্য অতিথি। তবে সেখানে এক রবাহূত অতিথি দেখার কথা চাউর হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপি এমি দুর্গাদাস উইকে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নমষ্কার করছেন। আর তাদের পেছনে দূরে বিড়ালের মতো দেখতে একটি প্রাণী হেঁটে যাচ্ছে। বিড়ালের আকৃতির হলেও আকারে সেটি প্রায় একটি চিতার মতো।
রহস্যময় জন্তুটি কি আদতেই চিতা ছিল না-কি কোনো সাধারণ কুকুর বা বিড়াল – তা নিয়ে বেশ জল্পনাকল্পনা চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
'হাহাহ..এডিটেড না-কি? একেবারে সবার চোখ এড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে বড়সড় বিড়াল,' সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন একজন ব্যবহারকারী।
আরেকজন ধারণা করছেন, প্রাণীটা একটা লেপার্ড। 'হাঁটার ভঙ্গি আর লেজ দেখে মনে হচ্ছে চিতা। কপাল ভালো শান্তভাবে হেঁটে চলে গেছে,' লেখেন তিনি।
অপর এক্স ব্যবহারকারীর মতে, জন্তুটি আদতে একটা পোষা বিড়াল। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য রাষ্ট্রপতি ভবনে যোগাযোগ করেছে এনডিটিভি।
নরেন্দ্র মোদির ৭২ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আজ সোমবার (১০ জুন) থেকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেছেন নরেন্দ্র মোদি। এদিন সকালে তিনি কৃষকদের উন্নয়ন বিষয়ক একটি ফাইলে স্বাক্ষর করেন।