চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফের ‘স্পেশাল ট্রেন’ চলাচল শুরু
টানা ১২ দিন বন্ধ থাকার পর ফের চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা করা এই ট্রেন সকাল ১০টা ২০মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এসে পৌঁছেছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে জানান, স্পেশাল ট্রেনটি আজ সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ১০টা ২০মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সন্ধ্যা ৭টায় ফের কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।'
তিনি আরও বলেন, 'ঈদের পরের এক সপ্তাহ বা ২৪ জুন পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলাচল করবে।'
স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানি বলেন, `আগামীতে এ ট্রেন সেবায় আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এছাড়া ট্রেনের সংখ্যাও বাড়তে পারে। যাত্রীসেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক।'
এর আগে গত এপ্রিলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি চালু করেছিল রেল বিভাগ। গত ২৯ জুন এটি বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটকে এই ট্রেন বন্ধের কারণ হিসেবে জানিয়েছিল কর্তৃপক্ষ।
তবে অভিযোগ রয়েছে, বাস মালিকদের চাপেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাস মালিকদের 'প্রেসক্রিপশনে' কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে অভিযোগ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীরা যখন এই ট্রেনে নিয়মিত যাতায়াত করছিলেন, তখন বাস মালিকেরা একে একে সব পরিবহনে যাত্রী সংকট দেখা দিলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রী প্রতি বাস ভাড়া ১০০ টাকা পর্যন্ত কমিয়ে আনে। এরপরই বন্ধ ঘোষণা করা হয় এই সার্ভিসটি।
আরও বলা হয়, ১২ দিন পর ফের এই স্পেশাল ট্রেন চালু হয়েছে। এটি বন্ধ না করে ধারাবাহিক করার দাবি যাত্রীদের।