ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ১০ হাজার টাকার গরু!
রোববার ঈদুল আজহার আগের সন্ধ্যায় যখন গরুর হাটে শেষ মুহূর্তের কেনাকাটা, তখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ১০ হাজার টাকা দামের এক গরু।
সাধারণ বোধ-বুদ্ধিতেই স্পষ্ট যে এ গরু এবার ত নয়ই, আগের অনেক বছরেরও না। শেষ কবে ১০ হাজার টাকায় গরু কেনা গিয়েছিল, সেটা নিয়ে গবেষণা করতে হবে।
তবে, ফেসবুকে যে ১০ হাজার টাকা দামের গরুর ছবি, সেটা কিন্তু ওই বছর সর্বোচ্চ দামের একটি। সেটা ১৯৭৩ সালে।
গরুটির ছবি ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকে। 'অভাব আর প্রাচুর্যের দেশে' শিরোনামে প্রতিবেদনটি লিখেছিলেন তখনকার তরুণ রিপোর্টার শফিকুল কবির।
ছবিটি কে তুলেছিলেন, পত্রিকায় তা উল্লেখ করা হয়নি। তবে ক্যাপশনে লেখা হয়েছিল: 'অভাব আর প্রাচুর্যের দেশ এই বাংলাদেশ। একদিকে অভাব কোরবানীর ঈদকে সাধারণ মানুষের নিকট অর্থহীন করিয়া তুলিয়াছে; অন্যদিকে প্রাচুর্য এই কোরবানীর জীবটির মূল্য তুলিয়া দিয়াছে দশ হাজার টাকায়।'
প্রতিবেদনটি শফিকুল কবির শুরু করেছিলেন এভাবে: 'কে বলে দেশে অভাব? ঐ যে দেখুন ৪ হাজার টাকা দিয়া কোরবানীর গরু কিনিয়া লইয়া যাইতেছে।'