জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু হয়।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।
ঈদের নামাজের মোনাজাতে দেশের জন্য শান্তি ও সমৃদ্ধি এবং ও দেশবাসির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
জাতীয় ঈদগাহে এবার মোট ১২১টি কাতারে ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছিল।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায়।
প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক।
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায়।
চতুর্থ জামাত সকাল ১০টায় এবং সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌনে ১১টায়।