হামাস একটি মতাদর্শ, যা নির্মূল করা সম্ভব নয়: আইডিএফ মুখপাত্র
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/22/vlcsnap-2024-04-14-03h33m07s733-copy.jpg)
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয়। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেন রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
তিনি বলেন, 'হামাস একটি মতাদর্শ, যা মানুষের মনে গেঁথে আছে। এই মতাদর্শকে নির্মূল করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের জন্য কোনো বিকল্প মতাদর্শ তৈরি করেছি। আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি—এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলা দেওয়া।'
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তার মন্তব্য প্রত্যাখান করা হয়েছে। ইসরায়েলি সরকার জানিয়েছে, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত গাজায় আক্রমণ থামবে না।
আইডিএফ মুখপাত্রের এমন মন্তব্যে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আরও উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যেকোনো দাবি অপ্রাসঙ্গিক।
টেলিগ্রাম চ্যানেলে পৃথক এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, 'হাগারি হামাসকে একটি আদর্শ হিসেবে বর্ণনা করেছেন এবং তার বক্তব্য ছিল পরিষ্কার ও স্পষ্ট। এই মন্তব্যকে ভিন্ন ভাবে দাবি করা হলে তা প্রসঙ্গের বাইরে চলে যাবে। আমরা মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী যুদ্ধের লক্ষ্য পূরণে সচেষ্ট আছি।'
ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে, ৭ অক্টোবরের হামাস বাহিনীর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৯৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এ সময় আরও ২৫১ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। এদের মধ্যে ১১৬ জন এখনও গাজায় বন্দি রয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে জিম্মিদের মধ্যে ৪১ জন মারা গেছে।
অন্যদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করার লক্ষ্যে ইসরায়েলের পালটা হামলায় গাজায় কমপক্ষে ৩৭ হাজার ৩৯৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন