ইন্দোনেশিয়ার জালে ১০ গোল দিয়ে প্রথমবার এশিয়া কাপে বাংলাদেশ
ছেলেদের পর এবার বাংলাদেশের মেয়েরাও অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্বে উঠেছেন। ইন্দোনেশিয়াকে আজ ১০–১ গোলে উড়িয়ে এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছেন মেয়েরা। দলের হয়ে অর্পিতা পাল করেছেন হ্যাটট্রিক। আইরিন রিয়া, কনা আক্তার করেছেন দুটি করে গোল।
সিঙ্গাপুরে চলতি এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ হকিতে মেয়েদের বিভাগে ৭ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। চীনা তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান ১২। আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ৭ দলের মধ্যে প্রথম ৫টি খেলবে এশিয়া কাপে। আর সেরা পাঁচে থাকা নিশ্চিত করায় সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এখন অব্দি এশিয়া কাপের ভেন্যু ও সময় ঠিক হয়নি।
থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে জেতে ২-১ গোলে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার পর চতুর্থ ম্যাচে চায়নিজ তাইপের কাছে ৩-০ গোলে হেরে যায়। এরপর আবার আজ জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।
২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথমবার এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেটি ছিল আন্তর্জাতিক হকিতে তাদের অভিষেক। সেবার বাংলাদেশ ৬ দলের মধ্যে হয়েছিল পঞ্চম। জয় ছিল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে।
ছেলেদের বিভাগে বাংলাদেশ গ্রুপের চারটি ম্যাচই জিতেছে। গ্রুপ–সেরা হয়ে উঠেছে আগামী এশিয়া কাপে। মেয়েরা এশিয়া কাপে প্রথমবার খেলার অভিজ্ঞতা পেতে যাচ্ছেন, তবে ছেলেরা মূল পর্ব খেলেছেন আগেই।