১.২৯ কোটি টাকা বিল বকেয়া; চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
এক কোটি ২৯ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ না করার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিপণন ও সঞ্চালন শাখার নির্বাহী প্রকৌশলী অশোক কুমার চৌধুরী।
তিনি বলেন, 'হাসপাতাল ও কলেজের জন্য আলাদা দুটি মিটার রয়েছে। এর মধ্যে কলেজের প্রায় এক কোটি ২৯ লাখ টাকার মতো বকেয়া রয়েছে।'
এ বিল বকেয়া থাকায় কলেজের এক অংশের (অ্যাকাডেমিক ভবন) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার টিবিএসকে বলেন, 'আজ সকালে পিডিবি আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করা যায়নি।'
বকেয়া পরিশোধের জন্য গত এপ্রিল থেকে একাধিকবার মেডিকেল কলেজটিকে নোটিশ-চিঠি দেওয়া হয়েছে বলে জানান অশোক কুমার চৌধুরী।
'অনেকবার তাগাদা দিয়েছি। একাধিকবার সময় দেওয়া হয়েছে। ওনারা কোনো রেসপন্স [জবাব] করেননি। তাছাড়া এখন জুন মাস শেষ হচ্ছে, তাই আমরাও চাপে আছি,' বলেন তিনি।
অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, 'আমরা তাদের [পিডিবি] কাছে আবেদন করেছি। বিদ্যুৎ সংযোগের জন্য ফোনেও যোগাযোগ করা হচ্ছে।'