টাইব্রেকারে কস্তা বীরত্ব, শেষ আটে রোনালদোরা
ক্রিশ্চিয়ানো রোনালদো এখন দিয়োগো কস্তাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। আর পেপে তো অবশ্যই দেবেন। এই দুই পর্তুগিজ কিংবদন্তির মান যে এক ম্যাচে একা হাতে বাঁচিয়ে দিয়েছেন কস্তা!
টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঠেকিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক, আর নিজেদের প্রথম তিন শটেই গোল করে ৩-০ ব্যবধানে টাইব্রেকার জিতেছে পর্তুগাল। তাতে ইউরোর শেষ আটে উঠে গেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। যেখানে তাদের অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
তা রোনালদো আর পেপে কেন কস্তাকে ধন্যবাদ দেবেন! রোনালদো দেবেন কারণ অতিরিক্ত সময়ে তার পেনাল্টি মিসেই যে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আর পেপের কারণটা আরও বড়, ১১৩ মিনিটে মারাত্মক ভুল করে বলের নিয়ন্ত্রণ হারালেন আর সেখান থেকে স্লোভেনিয়ার বেঞ্জামিন সেস্কো একা পেয়ে গেলেন পর্তুগিজ গোলরক্ষককে।
কিন্তু কস্তা ভড়কালেন না, সেস্কোর গড়িয়ে নেওয়া শট বা পায়ে ঠেকালেন দারুণ দক্ষতায়। পুরো ম্যাচে স্লোভেনিয়ার ওই একটা সুযোগই ছিল, সেটিও গোল হতে দিলেন না কস্তা।
নির্ধারিত সময়ে ম্যাচ থাকল গোলশূন্য সমতায়। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই ড্র করেছে স্লোভেনিয়া। শেষ ষোলোতেও তাদের রক্ষণভাগে চির ধরাতে পারেনি দারুণ সমৃদ্ধ পর্তুগাল আক্রমণভাগ।
ক্রিশ্চিয়ানো রোনালদো চার ফ্রি-কিক নিয়ে একটিকেও গোলের ঠিকানা বানাতে পারেননি। তবে রোনালদোর সামনেই মোক্ষম সুযোগ এসেছিল পর্তুগালকে জেতানোর। জোতাকে ডি-বক্সে ফেলে দিয়ে পর্তুগালকে পেনাল্টি উপহার দেয় স্লোভেনিয়ার রক্ষণভাগ।
ম্যাচের ঘড়ির কাটায় তখন ১০৪ মিনিট। রোনালদো গোল করলেই পর্তুগালের জয় নিশ্চিতই বলা চলে। সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ইয়ান ওবলাক, যার বিরুদ্ধে ক্যারিয়ারে আট গোল ও দুটো হ্যাটট্রিক আছে সিআর সেভেনের।
কিন্তু এবার ওবলাক জিতে গেলেন, ঠিক জায়গায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন রোনালদোর শট। আর মিস করে কান্নায় ভেঙে পড়লেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ চলাকালীন সময়ে এমন দৃশ্য এর আগে কখনও দেখা গেছে কিনা সেটি একটি গবেষণার বিষয় বটে।
এরপরই পেপে আর সেস্কোর ঘটনা, এবার পর্তুগালের ত্রাতা হয়ে এলেন দিয়োগো কস্তা। ৪১ বছর বয়সী পেপেরও নয় কী! আর টাইব্রেকারে তো বীরত্ব গাথাই লিখেছেন কস্তা। পর্তুগালের হয়ে প্রথম শটে এবার গোল করেছেন রোনালদো।
ওবলাক এবারও ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু বলের নাগাল পান নি। গোলের পর সমর্থকদের দিকে হাতজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দেখা যায় সিআর সেভেনকে।
এরপরের দুই শটেও গোল করে পর্তুগাল আর নিজেদের নেওয়া তিন শটই দিয়োগো কস্তার হাতে আটকে যেতে দেখেছেন স্লোভেনিয়ানরা। অঘটন ঘটিয়ে শেষ আটে ওঠার বড় সুযোগটাও হাতছাড়া করল স্লোভেনিয়া।
আর হাফ ছেড়ে বাঁচলেন রোনালদো-পেপেসহ পর্তুগিজ সমর্থকরা। তবে রোনালদোর জন্য ইউরোটা ভালো যাচ্ছে না একদমই, চার ম্যাচ খেলেও যে নেই কোনো গোল। শেষ আটে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের সঙ্গেই কী তবে জ্বলে উঠবেন পর্তুগিজ মহাতারকা?