বাড্ডায় বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশদের হেলিকপ্টারে করে উদ্ধার
রাজধানীর বাড্ডা এলাকায় কোটাবিরোধী আন্দোলনের সময় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আটকে পড়া কয়েকজন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। বৃহস্পতিবার (১৮ জুলাই) র্যাবের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
বিক্ষোভকারীদের ধাওয়া করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আটকে পড়ে ওই পুলিশ সদস্যরা। অবশেষে র্যাবের একটি হেলিকপ্টার সেখানে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।
পরে পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টারটি পরেও ওই এলাকায় ঘোরাফেরা করে বলে জানিয়েছে র্যাব।
তবে এ বিষয়ে একজন র্যাব কর্মকর্তা বলেন, 'আমরা হেলিকপ্টারের মাধ্যমে কাউকে উদ্ধার করিনি এবং করবও না। আতঙ্কিত হওয়ার কিছু নেই।'