বাড্ডায় বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশদের হেলিকপ্টারে করে উদ্ধার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/07/18/rab_canadian_university_1_0.jpg)
রাজধানীর বাড্ডা এলাকায় কোটাবিরোধী আন্দোলনের সময় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আটকে পড়া কয়েকজন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। বৃহস্পতিবার (১৮ জুলাই) র্যাবের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
বিক্ষোভকারীদের ধাওয়া করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আটকে পড়ে ওই পুলিশ সদস্যরা। অবশেষে র্যাবের একটি হেলিকপ্টার সেখানে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/07/18/helicopter_0.jpg)
পরে পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টারটি পরেও ওই এলাকায় ঘোরাফেরা করে বলে জানিয়েছে র্যাব।
তবে এ বিষয়ে একজন র্যাব কর্মকর্তা বলেন, 'আমরা হেলিকপ্টারের মাধ্যমে কাউকে উদ্ধার করিনি এবং করবও না। আতঙ্কিত হওয়ার কিছু নেই।'