কোটা আন্দোলন: ডিএমপিতে ১৫৪ মামলায় ১৩৮০ গ্রেপ্তার, ৬১ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি পুলিশের
কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকায় গত কয়েকদিনে ১৫৪ মামলায় এক হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের দাবি- আন্দোলন চলাকালে নাশকতাকারীদের হামলায় তাদের ৬১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বুধবার দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, 'ঢাকা মহানগরীর প্রায় ৬৯ পুলিশ স্থাপনায় দুর্বৃত্তরা আক্রমণ করেছে। বেশকিছু ট্রাফিক বক্স পুড়িয়েছে। কয়েকটি ফাঁড়ি ও থানায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে। এতে প্রায় ৬১ কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।'
তিনি আরও বলেন, 'সহিংসতার ঘটনায় গত কয়েক দিনে রাজধানীতে ১৫৪ মামলা দায়ের করা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে ১৩৮০ জন।' নাশকতাকারীদের গ্রেপ্তারের পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সেতু ভবনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
এদিকে সেতু ভবনে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- জজ মিয়া ও মো. রাকিব (২২)।
আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশিদ।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা ওই দুজনকে গ্রেপ্তার করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত বিএনপি-জামায়াতের সাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।