ধানমন্ডিতে ইয়েলোর শোরুমে আগুন
রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডে পোশাক ব্র্যান্ড ইয়েলোর শোরুমে আগুন লেগেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রবিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়ে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত তা অব্যাহত ছিল।
একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ইয়েলো শোরুম ও ইয়েলো ক্যাফে রেস্টুরেন্ট এবং অন্য তলায় একটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও বিক্ষোভের মুখে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েলোর এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ফের সন্ধ্যায় এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
বেক্সিমকো গ্রুপের একটি ব্র্যান্ড হলো ইয়েলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এর সহপ্রতিষ্ঠাতা।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আজ সহিংস বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত কমপক্ষে ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।