সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র ফিরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা
জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন।
জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস তানভীর হাসান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমেকে বলেন, গতকাল (৫ আগস্ট) জনসাধারণ জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের ৪০টি অস্ত্র দখল করে। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে।
অস্ত্র ফেরত দেওয়া শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন তানভীর হাসান।
এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। এরপর তিনি ও তার ছোটবোন শেখ রেহানা ভারতের দিল্লিতে যান।
এদিকে আজ (৬ আগস্ট) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা।