পুলিশকে যারা দানব বানিয়েছে, তাদের অবশ্যই বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করার মাধ্যমে আজকের অবস্থায় এনেছে, এমন ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, 'পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে, তাদের অবশ্যই বিচার হবে।'
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, 'সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।'
পুলিশের যোগদান সম্পর্কে তিনি বলেন, 'সবাই কাজে যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারব– কয়জন আসছে, কয়জন আসেনি। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে, তাদের অবশ্যই বিচার হবে। একটু সবুর করুন। সরকারি অ্যাকশন নিতে গেলে– অনেকগুলো প্রসেস আছে। যেগুলো টপাটপ করা যায় না। সুতরাং ধৈর্য ধরতে হবে।'
তিনি আরো বলেন, 'বাহিনীগুলো আর কোনো (রাজনৈতিক) সরকারের হুকুম পালন করবে না। যারা বাহিনীগুলোকে দানব বানিয়েছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে।'