আদালত প্রাঙ্গণে সালমান, আনিসুলের দিকে ডিম নিক্ষেপ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আজ বুধবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়।
এরপর শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককেই ১০ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া এ রিমান্ড আবেদন করেছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের যখন পুলিশের গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখন আদালতের বাইরে থাকা সাধারণ মানুষ ও আইনজীবীদের ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারতে থাকেন।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সরাসরি বিষয়টি প্রত্যক্ষ করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে আনার পথে তাদের বহনকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে বহু মানুষ ডিম ছুড়ে মারেন।
একপর্যায়ে নিরাপত্তার কথা ভেবে তাদের দুজনকে আদালত কক্ষের লোহার খাঁচার ভেতরে ঢুকিয়ে দেন। এতে আদালতের কার্যক্রম বিঘ্নিত হয়।
আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গতকাল মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।