ছুটির দিন শনিবারেও পুরোদমে চালু থাকবে চট্টগ্রাম কাস্টমস হাউজ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার মত নানা ঘটনাকে কেন্দ্র করে স্থিবরতা দেখা দিয়েছিল চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্কায়ন সংক্রান্ত বিভিন্ন কাজে।
কাজে আবারো গতি ফিরিয়ে আনার উদ্দেশ্যে সরকারি ছুটির দিন শনিবারেও চট্টগ্রাম কাস্টম হাউস পুরোদমে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খোলা না রেখে কাস্টমস হাউজ খোলা রাখলে বিশেষ কোন সুবিধা পাওয়া যাবে না।
তাদের মতে, সব ধরণের শুল্ক ব্যাংকে জমা দিতে হয় এবং ডকুমেন্টেশানের কাজ হয় কাস্টমস হাউজে। তাই শনিবার খোলা থাকলে শুধু কাস্টমসের শুল্কায়নের কিছু কাগজপত্রের কাজ এগিয়ে নেওয়া যাবে।
এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, "শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকবে কি না জানা যায়নি। ব্যাংক খোলা না থাকলে কাস্টমস হাউজ খোলা রাখার বিশেষ কোন সুবিধা মিলবে না।"