শিক্ষার্থীদের আন্দোলনে ৪৪ পুলিশ নিহত হয়েছে: পুলিশ হেডকোয়ার্টার্স
সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা আজ রবিবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
নিহত কর্মকর্তাদের মধ্যে ৩ জন ইন্সপেক্টর, ১১ জন উপ-পরিদর্শক, ৭ জন অতিরিক্ত উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক, একজন নায়েক এবং ২১ জন কনস্টেবল রয়েছেন।
১৬ আগস্ট প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনে প্রায় ৬৫০ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে নতুন করে বিক্ষোভের ফলে প্রায় ২৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।