গণশুনানি করে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণের সিদ্ধান্ত
নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সূত্রমতে, এরই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন ২০২৩ সংশোধন করা হচ্ছে।
আইন সংশোধন করে আজ মঙ্গলবার (২০ আগস্ট) গেজেট প্রকাশ করা হবে।
গত বছরের জানুয়ারিতে বিইআরসি আইন ২০০৩ এর ধারা ৩৪ সংশোধনের মাধ্যমে সরকারকে বিদ্যুৎ ও গ্যাসের শুল্ক নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করার ক্ষমতা দেওয়া হয়েছিল।
গত ১৮ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে আবারও বিইআরসি আয়োজিত গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে।
তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই দুর্ভোগ বাড়বে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি আরও বলেন, "বাধ্য না হলে আমরা দাম বাড়াব না। প্রয়োজনে কমিশন সবার সঙ্গে কথা বলে নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে।"