বন্যার্তদের সাহায্যে সাকিবের চ্যারিটি নিলাম
করোনাভাইরাস দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাট করোনা দুর্গতের জন্য নিলামে তোলেন দেশসেরা এই অলরাউন্ডার। নিলাম থেকে পাওয়া ২০ লাখ টাকা খরচ করা হয় অসহায়-দুস্থদের সেবায়। এরপর নিজের সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমেও করোনা দুর্গতদের সাহায্য করেন তিনি।
করোনা মহামারির পাশাপাশি দেশে বন্যা অবস্থার অবনতি হয়েছে। দেশের অনেক অঞ্চলই পানির নিচে তলিয়ে গিয়েছিল। এসব অঞ্চলের মানুষ দিনাতিপাত করছেন। এবার তাদের পাশে দাঁড়াচ্ছেন সাকিব। গালফ অয়েল বাংলাদেশের সঙ্গে নিজের ফাউন্ডেশনকে যুক্ত করে চ্যারিটি নিলাম করতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ বন্যার্তদের সাহয্যে খরচ করা হবে।
সোমবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দিয়েছেন সাকিব। চ্যারিটি নিলামে বিজয়ীদের জন্য থাকবে দারুণ পুরস্কার। নিলাম বিজয়ীকে দেওয়া হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাউটের সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যান ইউর খেলা দেখার দুটো ম্যাচ টিকেট। ১ সেপ্টেম্বর সাকিবের ফাউন্ডেশনের ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হবে।
সাকিবের ফেসবুক পোষ্টে বলা হয়েছে, 'আগামী ১ সেপ্টেম্বর সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি নিলাম। নিলামে বিজয়ী জিতে নিতে পারেন প্রখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকল খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিট।'
পোস্টে আরও লেখা হয়েছে, 'গালফ অয়েল বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সাহায্যে।' আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্ত হবেন সাকিব। ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে সোমবারই দেশে ফেরার কথা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।