এলজিআরডি উপদেষ্টার নাম ব্যবহার করে সুবিধাভোগীদের বিচারের আওতায় আনা হবে: উপদেষ্টার কার্যালয়
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কিছু সুযোগ-সন্ধানী ব্যক্তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর থেকে অনৈতিক সুযোগ- সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক তথ্য বিবরণী প্রকাশ করা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফ বা তার পরিবারের সাথে সম্পৃক্ত বলে দাবি করা কিছু ব্যক্তি; বিশেষ করে বরিশাল অঞ্চলের মানুষদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অযাচিত সুবিধা পেতে তাদের নাম ব্যবহার করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে উপদেষ্টা এ. এফ, হাসান আরিফ এবং তার পরিবারের সদস্যদের এ ধরনের কার্যকলাপে কোনোরকম সম্পৃক্ততা বা সমর্থন নেই।
বিবরণীতে উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে তদবির, সুপারিশ, অনৈতিক সুযোগ-সুবিধা আদায়ের প্রচেষ্টাকারীদের প্রতিহত করতে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।