জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক সচিব ফজলুর রহমান
বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিভাগটি।
সাবেক সচিব এম ফজলুর রহমানকে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিভাগটি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের পর থেকে পরবর্তী তিন বছর তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন
এর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গত ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।