ভেনিস চলচ্চিত্র উৎসব: চীনা পরিচালকের 'নোম্যাডল্যান্ড' সবার সেরা
ইতালির ভেনিস চলচ্চিত্রে উৎসবের পর্দা নামল শনিবার। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ এ উৎসবের ৭৭তম আসর বসেছিল এবার। শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর।
এবার আসরে উৎসবের সর্বোচ্চ পদক 'গোল্ডেন লায়ন' জিতে নিয়েছে চীনা পরিচালক ক্লোয়ি জাওয়ের 'নোম্যাডল্যান্ড'। ২০১৭ সালে প্রকাশিত জেসিকা ব্রুডারের নন-ফিকশন গ্রন্থ 'নোম্যাডল্যান্ড: সার্ভাইভিং আমেরিকা ইন দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি' অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে আমেরিকান ক্যারাভ্যানবাসী কমিউনিটিকে ফুটিয়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।
আমেরিকা প্রবাসী চীনা নির্মাতা ক্লোয়ির এই চলচ্চিত্র আগামী ৪ ডিসেম্বর সিনেমা-হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 'গোল্ডেন লায়ন' জয় করায় এটি ২০২১ সালের অস্কারে শুরু থেকেই সুবিবেচনায় থাকবে।
বলে রাখা ভালো, করোনাভাইরাস বাস্তবতায় একের পর এক চলচ্চিত্র উৎসব স্থগিত অথবা ভার্চুয়ালি আয়োজিত হলেও, ভেনিস সে পথে হাঁটেনি। বরং স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সশরীর উপস্থিতিতে বসেছিল এবারের আসর।
ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২০ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
গোন্ডেন লায়ন: 'নোম্যাডল্যান্ড'; চলচ্চিত্রকার: ক্লোয়ি জাও
গ্র্যান্ড জুরি প্রাইজ: মাইকেল ফ্রাঙ্কো [চলচ্চিত্র: 'নিউ অর্ডার']
সেরা পরিচালক: কিয়োশি কুরোসাওয়া ['ওয়াইফ অব অ্যা স্পাই']
সেরা অভিনেত্রী: ভানেসা কারবাই ['পিসেস অব অ্যা ওম্যান']
সেরা অভিনেতা: পিয়ারফ্রান্সেস্কো ফাভিনো ['পাদ্রেনোস্ত্রো']
সেরা চিত্রনাট্যকার: চৈতন্য তামহানে ['দ্য ডিসিপল']
স্পেশাল জুরি প্রাইজ: 'ডিয়ার কমরেডস'; চলচ্চিত্রকার: আন্দ্রে কঞ্চালোভস্কি
মার্চেল্লো মাস্ত্রোইয়ান্নি তরুণ অভিনেতা পদক: রুহাল্লাহ জামানি ['সান চিলড্রেন']
- সূত্র: হলিউড রিপোর্টার