পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান আসিম মালিক
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/09/24/screenshot_2024-09-24_065920.png)
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে। সংস্থাটির মহাপরিচালক নিয়োগ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে কথিত অচলাবস্থার পর গতকাল (সোমবার) এ নিয়োগ দেওয়া হয়।
আসিম মালিক আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন বলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বিবৃতিতে জানিয়েছে। একসাথে পাক সেনার জনসংযোগ বিভাগ 'ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস' (আইএসপিআর)-এর পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত আইএসআই প্রধান আসিম মালিক সেনাবাহিনীতে এ্যাডজুডিকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।
১৯৮৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া লেফটেন্যান্ট জেনারেল মালিক আগে করাচির পঞ্চম কোরের জিওসি ছিলেন। দেশটির আধাসেনা ফ্রন্টিয়ার কোরের ব্রিগেড কমান্ডার হিসাবে খাইবার-পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি।
পাকিস্তান সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার হিসেবে বালুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ার মালিককে ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আইএসআই প্রধানকে নিয়োগ করা নিয়ে ২০২১ সালে মতবিরোধের ঘটনা ঘটে। এর কয়েক মাস পরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।
গুঞ্জন রয়েছে, দেশটির রাজনৈতিক অঙ্গনে আইএসআইয়ের ভূমিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এ পরিবর্তন নেওয়া হয়েছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান খান অভিযোগ করেন, বর্তমান আইএসআই প্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের কয়েকজন জ্যেষ্ঠ বিচারকের পক্ষ থেকেও এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশ পায়। এসব চিঠিতে অভিযোগ করা হয়, আইএসআইয়ের গোয়েন্দারা বিচারকদের ওপর ইমরান খানের বিরুদ্ধে মামলার রায় দিতে চাপ দিচ্ছেন।