মসজিদে বিস্ফোরণ: নিহত বাসারের পরিবারের পাশে সাইফ পাওয়ার গ্রুপ
৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পশ্চিম তল্লা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত মো. আবুল বাসার মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে সাইফ পাওয়ার গ্রুপ।
গ্রুপটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, বাসারের পরিবারের আনুষঙ্গিক সাংসারিক খরচ মেটানো ও সন্তানদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে মাসিক ভিত্তিতে দুই বছরের জন্য তার স্ত্রী তাজিয়া বেগমের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা অনুদান দেবে প্রতিষ্ঠানটি।
সাইফ পাওয়ার গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের মহাখালীর সেলস অফিসে তাজিয়া বেগমের হাতে চেক তুলে দেন গ্রুপের এমডি তরফদার মোঃ রুহুল আমিন।
এ সময় সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মেজর (অব.) সিরাজুস সালেকীন, গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ হাসান রেজা, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট মোঃ হেলাল উদ্দিন শিকদার এবং এজিএম (কর্ড) মোঃ নাজমুল করীম উপস্থিত ছিলেন।