নিজেদের বঞ্চিত ভাবা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন
চাকরিতে উপযুক্ত প্রাপ্য না পেয়ে ২০০৯ সাল থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরে যাওয়া যেসব কর্মকর্তা প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন, তারা চাইলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং এই কমিটির মাধ্যমে প্রতিকার আশা করেন, তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। এসব আবেদন যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ করবে এ সংক্রান্ত কমিটি।
আরও বলা হয়, যেসব কর্মকর্তা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে কমিটির কাজ সহজ করার সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাদের সুনির্দিষ্ট কিছু তথ্য সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির সাথে একটি ছকও দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ইতিমধ্যে বেশকিছু কর্মকর্তা তাদের বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কাছে আবেদন করেছেন। আবেদনগুলোতে তারা জানিয়েছেন, তাদের কেউ কেউ সময়মতো পদোন্নতি না পাওয়া, ওএসডি করে রাখা, বাধ্যতামুলক অবসরে পাঠানো, ন্যায্য পদায়ন না পাওয়া, প্রশিক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হওয়াসহ সরকারি নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সরকারের কাছে চুড়ান্ত প্রতিবেদন দেবে।