পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের আশ্বাস অর্থমন্ত্রীর
পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'জনগণের দুর্দশা বাড়ুক, তা প্রধানমন্ত্রীসহ আমরা কেউই চাই না। পেঁয়াজ আমদানির ওপর যে ডিউটি রয়েছে, তা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।'
তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের নেই। রাজস্ব আরোপের কারণে কোন পণ্যের দাম বাড়লে তার দায় অর্থ মন্ত্রণালয়ের ওপর বর্তায়। তাই অতীতে যেভাবে পেঁয়াজের সমস্যা সমাধান করা হয়েছে, এবারও তেমনটি হবে।
দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে সরকার। দেশের বাজারে পেঁয়াজের দর বাড়তে থাকায় ৭ সেপ্টেম্বর পেঁয়াজ ওই শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই প্রস্তাব নাকচ কেরে দিয়ে ১৪ সেপ্টেম্বর ফিরতি চিঠিতে এনবিআর জানায়, আমদানি শুল্ক প্রত্যাহার করলে দেশের চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে এবং আমদানি নির্ভরতা বাড়বে। এছাড়া, আমদানি পর্যায়ে ৫ শতাংশ শুল্ক ভোক্তা পর্যায়ে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে খুব একটা প্রভাব ফেলবে না।
বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, আগামী মার্চ পর্যন্ত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে পুনরায় চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।