ছাত্র হত্যা মামলায় জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় এক কলেজছাত্র হত্যা মামলায় টেলিভিশন অঙ্গনের নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) রিংকুর নাম অন্তর্ভুক্ত না থাকার কারণে বিবাদী তার জামিন চায়। তাকে 'হয়রানি' করার জন্য মামলাটি করা হয়েছে বলেও দাবি করে বিবাদী।
তিনি কখনো বাংলাদেশে ছাত্রলীগের কোনো পদে ছিলেন না বলেও দাবি করা হয়।
তবে প্রসিকিউশন জামিন আবেদনের বিরোধিতা করে বলেছে, রিংকু হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাকে সরাসরি জড়িত পাওয়া গেছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর জুলাই বিদ্রোহের সময় গুলশান ডিগ্রি কলেজের ২ বছর বয়সি ছাত্র নাইমুর রহমানের মৃত্যুর ঘটনায় থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি অনুসারে, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ১৯ জুলাই নাইমুরকে গুলি করে হত্যা করা হয়েছিল।
রিংকু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিসহ ৬৪ জনকে আসামি করে ১২ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের ঘটনায় নাইমুরের বাবা খলিলুর রহমান একটি মামলা দায়ের করেন।
এদিকে রিংকুকে আটকের খবর শুনে বিস্ময় প্রকাশ করেন বিনোদন জগতের মানুষ। আশফাক নিপুণের মতো ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় তার গ্রেপ্তারের বিরুদ্ধে মতামত তুলে ধরেন।