জুলাই আন্দোলনের স্মরণে ফেনী বিশ্ববিদ্যালয়ের ‘৩৬ জুলাই’
জুলাই আন্দোলনের স্মরণে ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নাট্য সংগঠন 'মুক্তমঞ্চ' '৩৬ জুলাই' নামক একটি নাটিকা মঞ্চস্থ করেছে।
সোমবার (১৮ নভেম্বর) ফেনী জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত এ নাট্যটি দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। আয়োজক মুক্তমঞ্চ ইংরেজি বিভাগের সাংস্কৃতিক ও মানবিক সংগঠন 'ইকো'-এর অঙ্গসংগঠন।
গণঅভ্যুত্থানে তারুণ্যের প্রতিজ্ঞা ও প্রতিরোধের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে আন্দোলনের ঐতিহাসিক দিক এবং তার সামাজিক প্রভাবের চিত্রায়ণ করা হয়েছে '৩৬ জুলাই'-এ।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বুশরা জেসমিন বলেন, 'মুক্তমঞ্চ শুধু একটি নাট্য সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উদ্দীপিত করার একটি প্ল্যাটফর্ম।'
'এ উদ্যোগটি প্রমাণ করে, নাট্যশিল্প কেবল বিনোদনের মাধ্যম নয়। এটি সমাজকে জাগ্রত করার, ইতিহাস সংরক্ষণের এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার একটি শক্তিশালী মাধ্যম,' তিনি আরও বলেন।
নাটিকাটির নির্দেশনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক জাওয়াদ উল করিম। এতে অভিনয় করেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।