সড়ক নিরাপত্তায় বাংলাদেশকে ‘মডেল দেশ’ হিসাবে দেখতে চায় বিশ্ব ব্যাংক
সড়ক নিরাপত্তায় বিশ্ব ব্যাংক বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কান্ট্রি-ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন বলে অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহযোগীতায় বাংলাদেশে অনেকগুলো চলমান প্রকল্প রয়েছে, এগুলো সরকার নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করবে।
“সম্ভাবনাময়ী খাতগুলো নিয়ে কাজ করার প্রতি বিশ্বব্যাংক গুরুত্ব আরোপ করার বিষয়টি বলেছে। তারমধ্যে আমাদের নদীপথ অধিক কার্যকর করার বিষয়টি অন্যতম। এটির মাধ্যমে কম খরচে ও সহজে অধিক পণ্য পরিবহন সম্ভব”
অর্থমন্ত্রী বলেন, “সড়কের নিরাপত্তার বিষয়টি বিশ্বব্যাংক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ খাতে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রকল্প তৈরি ও অর্থায়নে প্রস্তুত। যতো অর্থের প্রয়োজন হোক না কেন তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক। সম্ভাবনাময়ী খাতগুলোকে কাজে লাগানোর জন্য বিশ্বব্যাংকের পরামর্শও নেওয়া হবে। সম্ভাবনাময়ী ব্লু ইকোনোমি খাতেও কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে সংস্থাটি।”
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন বলেন, “বাংলাদেশ অকল্পনীয় উন্নতি সাধন করেছে, ২০০৭ সালে আমি যখন প্রথম বাংলাদেশে এসেছিলাম তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আমি চিনতেই পারিনি। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধাসহ আর্থিক বিষয়ে ব্যাপক উন্নত হয়েছে।”