উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
গত ১১ আগস্ট পর্দা নামে প্যারিস অলিম্পিকের, সময়ের হিসেবে দুই মাসও পেরোয়নি। কিন্তু এর মধ্যেই অনেক পদক থেকে রং উঠে যাচ্ছে, কিছু পদকে ধরেছে জং। ভারতের হকি তারকা হার্দিক সিং, যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডার নাইজা হিউস্টনসহ প্যারিস অলিম্পিকে পদক জেতা অনেকেই সমস্যাটির কথা জানিয়েছেন। সমালোচনা করে ব্রোঞ্জজয়ী হার্দিক বলেছেন, 'অলিম্পিক কর্তৃপক্ষের একটাই কাজ ছিল, কিন্তু তারা সেটা পারেনি।
একটি পডকাস্টে অতিথি হিসেবে যাওয়া হার্দিক তার পদকটি দেখান। পদকটির কিছু অংশের রং উঠে গেছে এবং কিছু অংশে জং ধরেছে। ভারতীয় এই অ্যাথলেট বলেন, 'আমাদের বলা হয়েছিল যে আইফেল টাওয়ারের লোহা ব্যবহার করা হয়েছে এই পদকগুলোতে। কিন্তু মানের দিক থেকে বিশাল কমতি আছে।'
হিউস্টনেরও একই অভিযোগ। ৫.৩ মিলিয়ন অনুসারীর ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেট বলেছেন, 'নতুন অবস্থায় এই অলিম্পিক পদকগুলো দারুণ দেখায়। কিন্তু ঘেমে যাওয়া শরীরে এই পদক আমি পরেছি। কয়েকজন বন্ধুদেরও পরতে দিয়েছিলাম। এভাবে সাতদিন না যেতেই পদকের রং উঠে গেল।'
অলিম্পিক পদকের মান নিয়ে প্রশ্ন তুলে ২৯ বছর বয়সী হিউস্টন আরও বলেন, 'এটা ভীষণ রুক্ষও দেখাচ্ছে। এমনকি সামনের দিকটা কিছুটা কমতেও শুরু করেছে। অলিম্পিক পদকের মান হয়তো কিছুটা হলেও বাড়ানো যেতো। যে মানের হবে ভেবেছিলাম, তেমনটা হয়নি একেবারেই।'
প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ব্রিটিশ ডাইভার ইয়াসমিন হারপারও একই অভিযোগ করে বলেছেন, 'পদকের ভেতর পানি বা কিছু ঢুকে গেছে বলে মনে হয়। আমার পদকের রং উঠে গেছে। কেন এমন হয়েছে, তা আমি নিশ্চিত নই।' ব্রোঞ্জ পদক নিয়েই মূলত সবার অভিযোগ। এবারের পদকটি তামা, দস্তা এবং লোহা দিয়ে তৈরি।
অলিম্পিকের আয়োজক কমিটি অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে, পদক নিয়ে অ্যাথলেটদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এক মুখপাত্র বলেছেন, 'আমরা জানি অ্যাথলেটদের কাছে পদকই সবচেয়ে মূল্যবান। ক্ষতিগ্রস্ত পদকগুলো মোনাই ডি প্যারিস দ্বারা পদ্ধতিগতভাবে প্রতিস্থাপিত হবে এবং মূলের সঙ্গেই অভিন্ন উপায়ে খোদাই করা হবে।'