আহত হাতি শাবকের জন্য মেডিকেল বোর্ড, নিয়ে যাওয়া হয়েছে সাফারি পার্কে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি এলাকায় গত রোববার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হওয়া হাতির শাবকটিকে দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। আহত শাবকের চিকিৎসার জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভিএএসইউ) বিশেষজ্ঞ পশু চিকিৎসকসহ একটি মেডিকেল বোর্ড গঠন করেছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, হাতিটিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। গত রবিবার সকাল থেকে হাতিটিকে রেললাইনের পাশে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী ট্রেন হাতি পরিবহনে সাহায্য করেছে বলে তিনি জানান।
মাজহারুল আরও বলেন, "সিভিএএসইউ'র অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা সাফারি পার্কে যাচ্ছেন।"
অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধর নিশ্চিত করেছেন যে হাতিটির অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, "আমরা তার আঘাতের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"
তিনি আরও বলেন, "শাবকের বাম পা গুরুতরভাবে ভেঙে গেছে। তার মেরুদণ্ডের একটি চাকতি স্থানচ্যুত হয়েছে এবং সে তার মাথা এবং তার শরীরের অন্যান্য অংশে আঘাত পেয়েছে। শাবকটি দাঁড়াতে বা নড়াচড়া করতে পারছে না। তাছাড়া সে কিছুই খাচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাকে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ।"
হাতিটি একটি অরক্ষিত পকেট গেট দিয়ে রেললাইনে প্রবেশ করে।
রেললাইন নির্মাণের সময়, বাংলাদেশ রেলওয়ে একটি ওভারপাস এবং তিনটি আন্ডারপাস তৈরি করে যাতে হাতিরা নিরাপদে পার হতে পারে। উপরন্তু, রেল লাইনের উভয় পাশে দেয়াল তৈরি করা হয়েছিল যাতে হাতিরা যাতে ট্র্যাকে প্রবেশ করতে না পারে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মানুষের চলাচলের জন্য তৈরি করা পকেট গেটগুলো অরক্ষিত রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করে নূর জাহান বলেন, "রেলওয়ে কর্তৃপক্ষের গেটে স্টিলের গ্রিল বসানোর কথা ছিল, কিন্তু তারা সেগুলো খোলা ও অরক্ষিত রেখে দিয়েছে। হাতির শাবকটি এই গেটগুলির একটি দিয়ে রেললাইনে প্রবেশ করে এবং একটি ট্রেনের ধাক্কায় পড়ে যায়।"
তিনি আরও বলেন, এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের বিশেষ ট্রেনটি চুনতি এলাকায় হাতিদের লাইন পার হওয়ার জন্য নির্মিত ওভারপাসের কাছে হাতির শাবকটিকে ধাক্কা দেয়।