শনিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে শনিবার থেকে আবারও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু হবে।
আমন্ত্রিত দলগুলো হচ্ছে- গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, ১২ দলীয় জোট, লেবার পার্টি, জাতীয় পার্টি (আন্দালিব)। এছাড়া আরও দুই-একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, 'গত সপ্তাহে একটি সংলাপ হয়েছে। তার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার।'
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটা চলমান প্রক্রিয়া, পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'